এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ ২৩ নভেম্বর (বুধবার) পঞ্চগড়ে বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ মাননীয় সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জেলা পরিষদ নির্বাচনে জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও জাসদ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমরান আল আমীন।
ছাত্রলীগের সভাপতি মফিদার রহমান মন্জুর সভাপতিত্বে জাসদ ও ছাত্রলীগের স্থানীয় এবং কেন্দ্রীয় ছাত্রনেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে একটি র্যালী পঞ্চগড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।