13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে নবজাতক উদ্ধার

admin
July 5, 2016 12:01 am
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। ৩জুলাই (রোববার) রাত সাড়ে ১১টার দিকে শহরের বানিয়াপাড়া এলাকার রাস্তার পাশ থেকে শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১১টায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে পঞ্চগড়-টুনিরহাট সড়কের বানিয়াপাড়া এলাকায় হাসিবুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী শিশুটিকে পড়ে থাকতে  দেখেন। এসময় শিশুটি কাপড়ে পেঁচানো ছিল। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতলে নেয় পুলিশ।

এক প্রসূতি মাকে দিয়ে শিশুটিকে বুকের দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয় হাসপাতালে। শিশুটি সুস্থ রয়েছে বলে চিকিৎসকরা জানান। এখবর ছড়িয়ে পড়লে অনেকেই শিশুটিকে দেখতে হাসপাতালে ছুটে আসেন। এরিমধ্যে এক নিঃসন্তান দম্পত্তি শিশুটিকে প্রতিপালনের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন।

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. সালাউদ্দীন জানান, ধারণা করা হচ্ছে জন্মের পরেই শিশুটিকে কেউ হয়তো ফেলে গেছেন। উদ্ধারের পর দ্রুত শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা হয়। শিশুটিকে কার দায়িত্বে দেয়া হবে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

http://www.anandalokfoundation.com/