এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: সারাদেশের ন্যায় পঞ্চগড়ে দু’দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। সাংস্কৃতিক মন্ত্রনালয় আয়োজিত ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ২০ জুলাই শুক্রবার সন্ধায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত দু’দিন ব্যাপী উৎসবের উদ্বোধন করেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।
জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত উৎসবে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক মস্ত্রনালয়ের যুগ্ম সচিব ফয়জুর রহমান।
সাংস্কৃতিক উৎসবের প্রথমদিনে স্কুল প্রোগ্রাম ও অতিথি শিল্পীদের পরিবেষণায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক উৎসবে দু’দিনে জেলার বিভিন্ন স্কুল, কলেজ, শিল্পগোষ্ঠী ও নাট্যদল অংশ নেবে বলে আয়োজকরা জানিয়েছে।