ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উদ্বোধন

Link Copied!

“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ের শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।
২২ নভেম্বর (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
এ উপলক্ষে সরকারি অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে আলোচনা সভায় পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়. সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনা সৃষ্টি করে দেশের উন্নয়নের অবদান রাখার দাবী জানান।
মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী অফিসের ৪০টি স্টল অংশ গ্রহণ করেছে। মেলা শেষে শ্রেষ্ঠ তিনটি স্টলকে পুরস্কার প্রদান করা হবে। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
http://www.anandalokfoundation.com/