এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে পানির কূপের মধ্যে পড়ে মোঃ তাহেরুল ইসলাম (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
১০ আগস্ট (সোমবার) সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলার হাট ইউনিয়নের মালিক ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত তাহেরুল ওই এলাকার মোস্তফা হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, তাহেরুল সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য বাড়ির পাশে একটি পানির কূপের কাছে যায়।
তাহেরুল সবার অগোচরে সেই কূপের মধ্যে পড়ে যান। পরে পরিবারের লোকজন খোজাখোজি শুরু করলে কূপের মধ্যে তার মরদেহ ভাসতে দেখে। পরিবারের সদস্যরা কূপ থেকে তার মরদেহ উদ্ধার করে। তাহেরুল দীর্ঘ দিন ধরে মৃগী রোগে ভুগছিল।
চাকলার হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহার হোসেন পানির কূপে পড়ে যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।