এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্ত এলাকায় মাজম আলী (৪২) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যুর হয়েছে। সে ওই এলাকার মৃত মনছুর আলীর ছেলে।
শুক্রবার সন্ধার পর ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনার সময় বিজিবি সদস্যরা তাকে ধাওয়া দেয়। তবে নিহতের ছোট ভাই সলেমান আলী
দাবি করে বড়শশী বিজিপি সদস্যরা তাকে ধরে নিয়ে বেদম মারপিট করে। সেখান থেকে বাড়ি নেয়ার পথে সে মারা যায়।
বড়শশী ইউনিয়নের ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, আমার সামনেই বিজিবি সদস্য তাকে মারপিট করে। আমি কাছে গিয়ে ইউপি সদস্য পরিচয় দিলে তারা আমাকে চলে যেতে বলেন।
এ ব্যাপরে নীলফামারি ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মিজানুর রহমান খান বলেন, ভারতীয় গরু নিয়ে বাংলাদেশী এলাকায় প্রবেশের সময় বিজিবি সদস্যরা তাকে ধাওয়া দেয়। পরে শুনেছি বাসায় নাকি তার মৃত্যু হয়েছে।
গভীর রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় বোদা থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে পুলিশ জানায়। নিহতের পরিবারে এখন শোকের মাতম চলছে।