ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের বোদায় ১৩ ভোটে তৃতীয় বার চেয়ারম্যান হলেন আবুল হোসেন

নিউজ ডেস্ক
January 31, 2022 9:23 pm
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩ ভোটে তৃতীয় বার চেয়ারম্যান হলেন নৌকার প্রার্থী মো. আবুল হোসেন।

৩১ জানুয়ারী (সোমবার) ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ঝলইশালশিরি ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে ভোট সম্পন্ন হয়। ঝলইশালশিরি ইউনিয়নে তিন জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করেন।

ঝলইশালশিরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. আবুল হোসেন নৌকা প্রতিকে ৫১০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মো. মনিরুজ্জামান তানু মোটর সাইকেল প্রতিকে পান ৫০৯০ ভোট। অপর চেয়ারম্যান প্রার্থী মো. সফিকুল ইসলাম ঘোড়া প্রতিকে পান ২৪৩৬ ভোট।

http://www.anandalokfoundation.com/