ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি শরিফুল ইসলাম

admin
March 27, 2016 12:55 pm
Link Copied!

বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন এ এফ এম শরিফুল ইসলাম।
২৪ মার্চ থেকে পরবর্তী তিন বছরের জন্য শরিফুল এ পদে নিযুক্ত হলেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর আগে, একই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন শরিফুল ইসলাম। তিনি ১৯৮৬ সালে এবি ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।

শরিফুল ইসলাম এবি ব্যাংকসহ বিভিন্ন বেসরকারি ব্যাংকে শাখা ব্যবস্থাপক, বিভাগীয় প্রধানসহ নীতি-নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৮৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী শরিফুল ইসলাম সুইজারল্যান্ড থেকে ফাইন্যান্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইউএস সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন থেকে সিকিউরিটিজ ক্যাপিটাল মার্কেট গভর্নেন্সের ওপরও ডিগ্রি অর্জন করেন।

এছাড়া তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে পেশাগত ঊৎকর্ষ অর্জন করেন। শরিফুল ইসলাম ওআইসি এক্সচেঞ্জের টাস্ক ফোর্সের মেম্বারও ছিলেন। তিনি ১৯৬০ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

http://www.anandalokfoundation.com/