ঢাকা

নৌপ্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ ইাইকমিশনারের সাক্ষাৎ

Rai Kishori
August 22, 2019 8:30 pm
Link Copied!

ঢাকা, ৭ ভাদ্র (২২ আগস্ট) : নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহ্মুদ চৌধুরীর সাথে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসন (এলজিএসপি-৩) আজ তাঁর সচিবালয়স্থ দফতরে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। চট্টগ্রাম ও পায়রা বন্দর-সহ নৌখাতের উন্নয়ন এবং ড্রেজিংয়ের ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী পরে ঢাকা ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল হক বাবুকে দেখতে যান। প্রতিমন্ত্রী মাহমুদুল হক বাবুর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

http://www.anandalokfoundation.com/