নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর জেলা শহর মাইজদীতে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশা ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে নোয়াখালীর সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মাইজদী শহরের টাউন হল মোড়ে অতিরিক্ত ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পরিবহন খাতে অনিয়ম দুর্নীতি মানি না, মানব না। আসস্মিক এ ভাড়া বৃদ্ধির কারণে শিক্ষার্থী ও সাধারণ জনগণ বিপাকে পড়েছে বলেও মন্তব্য করেন।
উল্লেখ্য,মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক সুমন চন্দ্র ভৌমিক।