14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন

Rai Kishori
April 21, 2020 10:46 am
Link Copied!

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন অস্ত্রোপচারের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে জাআন গেছে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) মার্কিন এক গোয়েন্দা কর্মকর্তার বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করেছে সিএনএন।

ওই প্রতিবেদনে বলা হয়, গত ১৫ এপ্রিল ছিল কিমের দাদার জন্মদিন। ওইদিন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি অনুপস্থিত ছিলেন। এ কারণেই তার অবস্থা খারাপ হওয়ার সন্দেহ ঘনীভূত হচ্ছে। তবে চারদিন আগে একটি সরকারি সভায় দেখা গিয়েছিল তাকে।

অপর এক মার্কিন কর্মকর্তার বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, কিমের শারীরিক অবস্থায় সম্পর্কিত তথ্যটি সঠিক। কিন্তু সেখানকার প্রকৃত তথ্য পাওয়া খুবই কঠিন। তাই তার অবস্থা কতটা গুরুতর সেটা জানা যাচ্ছে না।

দক্ষিণ কোরিয়া ভিত্তিক ওয়েবসাইট ডেইলি এন জানিয়েছে, ধূমপান, স্থূলতা ও অতিরিক্ত পরিশ্রমের কারণে কয়েক মাস ধরে কিমের স্বাস্থ্যের অবনতি ঘটেছে। সম্প্রতি উত্তর কোরিয়ার এ নেতা কার্ডিওভাসকুলার সার্জারি করান। এরপরেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

তবে বর্তমানে তিনি এখন হিয়াংসান কাউন্টিতে নিজের ভিলায় বিশ্রাম নিচ্ছেন বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

http://www.anandalokfoundation.com/