13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় বীর শ্রেষ্ট্র নূরমোহাম্মদের সমাধিতে গার্ড অব অনার ও ফুল দিয়ে  শ্রদ্ধা

Link Copied!

যশোরের শার্শার কাশিপুরে বীর শ্রেষ্ট্র শেখ নুরমোহাম্মদের মাজারে গার্ড অব অর্নার ও ফুল দিয়ে  শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড  বিজিবি।
রোববার সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ৪৯ ব্যাটালিয়ন বিজিবির উপঅধিনায়ক সেলিমউদ্দোজা গার্ড অব অর্নার প্রদান, পুষ্প স্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 এসময় সামাজিক,রাজনৈতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল জেলার মহিষখোলা গ্রামের এক দরিদ্র পরিবারে নূর মোহাম্মদ জন্মগ্রহণ করেন।  মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সাহসী সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ  ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে শাহাদাত বরণ করেন তিনি। এদিন, পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন ও অস্ত্র রক্ষা করতে গিয়ে শহীদ হন নূর মোহাম্মদ।
যশোরের শার্শা উপজেলার কাশিপু গ্রামে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।
http://www.anandalokfoundation.com/