14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

সকলের জন্য নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ নিশ্চিতকরণে কাজ করতে হবেঃ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাঁশ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

ঝিকরগাছায় তারুণ্যের উৎসবে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মেলা উদ্বোধন

তামাকজাত পণ্য থেকে প্রাপ্ত রাজস্বের চেয়ে চিকিৎসায় ব্যয় বেশিঃ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ফায়ার সার্ভিসের ৬ জন কর্মকর্তার পদোন্নতি

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকরা সর্বোচ্চ মজুরি

বেনাপোলে বিএনপির নেতা আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন

আজকের সর্বশেষ সবখবর

নিরাপত্তা শর্ত মেনে ব্যবসা করার পরামর্শ ফায়ার সার্ভিসের মহাপরিচালকের

Rai Kishori
March 7, 2019 7:05 pm
Link Copied!

রাই কিশোরীঃ সকলকে নিরাপত্তা শর্ত মেনে ব্যবসা করার পরামর্শ এবং নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণের অনুরোধ জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। জানালেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান, পিএসসি (অবঃ)।

আজ ৭ মার্চ পুরান ঢাকার আরমানিটোলায়  “অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ কেমিক্যাল ও পারফিউমারি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সভাপতি হাজি আব্দুল জলিল এর সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন মেজর একেএম শাকিল নেওয়াজ, পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স)।

আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, এবং সাধারণ ব্যবসায়ী ও এলাকাবাসী।

উক্ত আলোচনা সভার বিশেষ অতিথি মেজর একেএম শাকিল নেওয়াজ কেমিক্যাল ব্যবহারের সতর্কতার বিষয়গুলো আলোচনা করেন। অতি দাহ্য কেমিক্যাল রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ার বিষয়ে পরামর্শ দেন।

প্রধান অতিথি বিগ্রেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান, পিএসসি (অবঃ) আজকের দিবসকে জাতির জনকের ঐতিহাসিক ভাষণের দিবস হিসেবে স্মরণ করেন এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের মাগফেরাত কামনা করেন। তিনি একই সাথে ২০ এপ্রিল চুড়িহাট্টার অগ্নি দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং স্বজনদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেন।

মহাপরিচালক মহোদয় আলোচনা সভার আয়োজনের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

http://www.anandalokfoundation.com/