13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নিজের রাশি মিলিয়ে দেখে নিন আজকের রাশিফল

নিউজ ডেস্ক
October 31, 2021 6:51 am
Link Copied!

অনেকেই মাথার উপর থেকে বিপদ কাটাতে নিজের রাশি মিলিয়ে দেখে নিন আজকের রাশিফল। আপনিও যদি আপনার রাশি মিলিয়ে আজকের রাশিফল দেখে নেন, তাহলে আসন্ন বিপদ সম্পর্কে আগে থাকতেই জানতে পারবেন, হতে পারবেন সচেতন।

মেষঃ কোন কাজে বাচ্চাদের উৎসাহ দিন। পরিস্থিতির কারণে অস্বস্তিতে পড়তে পারেন। আপনার সুনাম নষ্ট করছে, এমন ব্যক্তির থেকে দূরে থাকুন। জীবনের খারাপ সময়ে অর্থ আপনাকে এগিয়ে নিয়ে যাবে।

বৃষভঃ দিনের শেষে নিজের জন্য সময় পেয়ে তা সঠিক কাজে লাগান। বেশি খাওয়া ঠিক নয়, নিজের ওজনের দিকে খেয়াল দিন। পরিবারের সকলের সঙ্গে আজকের দিনে শপিং-এ যেতে পারেন। আজকের দিনটা বেশ খুশি আর আনন্দে কাটবে।

মিথুনঃ ধৈর্য্যকে সীমিত না করে, বাড়িয়ে তুলুন। বিভিন্ন উৎস থেকে আজকের দিনে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান। দিনের বেশিরভাগটাই নষ্ট হয়েছে বলে মনে হবে আজ।

কর্কটঃ মানুষের থেকে প্রশংসা পাবেন অনেক। আর্থিক দিক থেকে আজকের দিন ভালো। আপনার শক্তি কিছুটা অপ্রয়োজনীয় কাজে ব্যয় হতে পারে। রান্নাঘরের জিনিস কিনতে যেতে পারেন আজ।

সিংহঃ ফাঁকা সময়ে বাবা মায়ের সেবা করুন। আপনার দয়ালু স্বভাবের কারণে অনেক খুশির মুহূর্ত তৈরি হবে। কর্মক্ষেত্রে বস আপনার কাজে খুশি হবেন। দীর্ঘস্থায়ী বিনিয়োগের পূর্বে সবদিক ভালো করে দেখে নিন।

কন্যাঃ বাচ্চাদের কাজের কারণে গর্বিত হবেন। উত্তেজনা থেকে পরিত্রাণ পেয়ে মানসিক ভাবে শান্তিতে থাকুন। আলোচনার মধ্যে পুরনো কথা উঠে আসায় সমস্যা হতে পারে। বেশি অর্থ ব্যয় না করে সঞ্চয়ে মন দিন।

তুলাঃ সামাজিক জমায়েতে আপনি কেন্দ্রবিন্দু হবেন। কাজের ফাঁকে বিশ্রাম না নিলে, ক্লান্ত হতে পারেন। ফাঁকা সময়ে টিভিতে সিনেমা সিরিয়াল দেখতে পারেন। আর্থিক বিনিয়োগের সময় হটকারিতা করে কোন সিদ্ধান্ত নেবেন না।

বৃশ্চিকঃ দূররে আত্মীয় সুসংবাদ নিয়ে আসবে। দিনের শুরুতে যোগ ব্যায়াম করতে পারেন। বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। আজকের দিনে শ্বশুরবাড়ির দিক থেকে কিছুটা আর্থিক সাহায্য পেতে পারেন।

ধনুঃ ঘর গোছনোর পরিকল্পনা করলেও, সময় পাবেন না। আজকের দিনে জমি বা সম্পত্তিতে বিনিয়োগে লাভবান হবেন। সন্ধ্যের সময় বিশেষ কিছু প্ল্যান করতে পারেন। দূরের আত্মীয়রা আজকের দিনে যোগাযোগ করতে পারেন।

মকরঃ পরিবারের লোকেরা তাঁদের সমস্যার কথা ভাগ করে নিলেও, আপনি নিজের কাজেই ব্যস্ত থাকবেন। খেলাধূলার মধ্যে নিজেকে নিযুক্ত রাখুন। গাছের ছায়ায় বসে শান্তি পেতে পারেন আজকে। পূর্বে ঋণ দেওয়া অর্থ আজকের দিন ফেরত পাবেন।

কুম্ভঃ বন্ধুর থেকে আজকের দিনে অনেক প্রশংসা পাবেন। খাবার খাওয়ার সময় নিজের দিকে যত্ন নিন। আর্থিক দিক থেকে বিশেষ লাভবান হবেন আজকে। মাইগ্রেনের রোগীরা বেশি মানসিক চাপ দেবেন না নিজের উপর।

মীনঃ পরিবারের ছোট কাউকে নিয়ে পার্কে যেতে পারেন। বেশি শক্তিক্ষয় না করে, আজকের দিনে সঠিক রাস্তা বেছে নিন। ফটোগ্রাফিক বিভাগে ভালো দক্ষতা থাকবে এই রাশির ব্যক্তিদের। বন্ধুদের সঙ্গে পার্টিতে অনেক অর্থ ব্যয় করেও, আর্থিক দিক থেকে সবল হবেন।

http://www.anandalokfoundation.com/