13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নিজের রাশি মিলিয়ে দেখে নিন আজকের রাশিফল

Rai Kishori
September 9, 2021 6:52 am
Link Copied!

জেনে নিন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার আজকের দিনের বিষয়ে। রাশিফল পৃথক পৃথক রাশি ভেদে ভিন্ন ভিন্ন হয়। নিজের রাশি মিলিয়ে দেখে নিন আজকের রাশিফল।

মেষঃ পরিবারের সকলের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান। আজকের দিনে পুরোন অসুখ থেকে মুক্তি পেতে পারেন। মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে। অন্যের সাহায্য ছাড়াই আজকের দিনে অর্থ উপার্জন করতে পারবেন।

বৃষভঃ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না অন্যদের। বাচ্চার কৃতিত্ব আপনাকে অনেক আনন্দ দেবে। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে সবদিক বিবেচনা করে নিন। বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে কিছু ভালো মুহূর্ত কাটান।

মিথুনঃ গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে কোথা বলতে গিয়ে আপনার অনেকটা সময় নষ্ট হবে। অর্থ বিনিয়োগের পূর্বে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া প্রয়োজন। বন্ধুদের সাহায্যে এক বিশেষ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটান। সম্পর্ককে নষ্ট হতে দেবেন না।

কর্কটঃ কোন খাতে বিনিয়োগের পূর্বে ভালো করে বিবেচনা করে নিন। পুরনো বন্ধুর আগমনে পুরনো স্মৃতি উসকে উঠবে। আজকের দিনে আপনার শরীর সুস্থ থাকবে। নিজের জন্য সময় বের করেও, অফিসের কাজে তা নষ্ট হয়ে যাবে। আজকের দিনে বন্ধুদের সঙ্গে খেলাধূলায় অংশ নিতে পারেন।

সিংহঃ আজকের দিনে এই রাশির ব্যক্তিরা অন্যদের আকর্ষণ কাড়তে সক্ষম হবেন। অত্যাধিক চাপ থেকে মুক্ত হতে কিছুটা সময় বাচ্চাদের সঙ্গে কাটান, ভালো লাগবে। সকলের জন্য একটি সুন্দর সারপ্রাইজ প্ল্যান করুন। এই রাশির ব্যবাহিত ব্যক্তিরা তাদের বাচ্চাদের পড়াশুনা নিয়ে চিন্তিত থাকবে।

কন্যাঃ বিবাহিত জীবনকে ভালো করার সর্বোতভাবে চেষ্টা করুন। রাগ করে বেশিক্ষণ নিজেকে কষ্ট না দেওয়াই ভালো। আজকের দিনে প্রেমের সম্পর্ক অনুভব করবেন। আপনার সুন্দর স্বভাব অনেক বন্ধু তৈরি করতে সাহায্য করবে।

তুলাঃ আজকের দিনে মানুষের থেকে দূরে থাকাই ভালো। পরিবারের সকল সদস্যের সঙ্গে সুন্দর সময় কাটান, নাহলে সমস্যা হতে পারে। আজকের দিনে পাওয়ানাদার পূর্বে নেওয়া ঋণের অর্থ ফের চাইতে পারেন। তাঁকে অর্থ ফিরিয়ে দিতে গিয়ে আপনি আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়বেন।

বৃশ্চিকঃ আজকের দিনে এই রাশির ব্যবসায়ীদের ব্যবসায়ে ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজকের দিনে গর্ভবতী মহিলাদের হাঁটাচলার দিকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। পরিবার এবং বন্ধুদের সময় দিতে না পারায় মানসিকভাবে দুঃখ পাবেন। ব্যক্তিগত জীবন অপেক্ষা সামাজিক কাজে মনযোগী হোন।

ধনুঃ কাজের চাপে আপনার বিবাহিত জীবন ব্যাহত হচ্ছে, সেদিকে খেয়াল রাখুন। কোন খাতে দীর্ঘ সময় ধরে বিনিয়োগের প্রয়োজন। আজকের দিনে অফিস থেকে তাড়াতাড়ি ফিরে সিনেমা বা পার্কে যেতে পারেন। শরীর সুস্থ থাকলেও ভ্রমণের ধকল নিতে পারবেন না।

মকরঃ ভালোবাসার মানুষের সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনারে যেতে পারেন। আজকের দিনে গর্ভবতী মহিলাদের হাঁটাচলার দিকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। টিভি, মোবাইলে বেশি সময় নষ্ট করা ঠিক নয়। সম্পত্তির দিকে নজর দিন, নাহলে তা আজকের দিনে চুরি হতে পারে।

কুম্ভঃ আত্মীয়দের থেকে অপ্রত্যাশিত উপহার পাবেন। কোন সিদ্ধান্ত নেওয়ার আগে মাথা ঠাণ্ডা রাখুন। আজকের দিনে এই রাশির ব্যক্তিরা তাদের বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট হবেন। জমি বিক্রি করার বিষয়ে ভালো ক্রেতার সন্ধান পাবেন।

মীনঃ অর্থ উপার্জন এবং সঞ্চয় যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াবে। আজকের দিনে কারো সাহায্য ছাড়াই অর্থ উপার্জনে সক্ষম হবেন। সাংসারিক জীবনে অনেক সমস্যা আসতে পারে। দিনের শেষভাগে পরিবারের জন্য একরাশ খুশি আসবে।

http://www.anandalokfoundation.com/