ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দেশে ফেরার আগেই সুখবর, নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

ডেস্ক
September 21, 2022 12:45 pm
Link Copied!

দেশে ফেরার আগেই সুখবর পেল সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। এরই মধ্যে সাবিনাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে বুধবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বেলা সোয়া ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নেপালের কাঠমান্ডু থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল।

সবকিছু ঠিক থাকলে দুপুর ১টা ৫০ মিনিটে বাংলাদেশে পৌঁছানোর কথা সানজিদা-মারিয়াদের। বিমানবন্দরে ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে নারী ফুটবলাদের বরণ করে নেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কার্যনির্বাহী কমিটির একটি অংশ। এরপর মারিয়ারা ছাদখোলা বাসে উঠে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের উদ্দেশে যাত্রা করবেন।

http://www.anandalokfoundation.com/