নদীতে গোসল করতে গিয়ে নাটোরের সিংড়া উপজেলায় দুই ভাই বোন নিখোঁজ। প্রায় ৪ ঘন্টা পর মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
শুক্রবার ২৯ সেপ্টেম্বর দুপুরে সিংড়া উপজেলার হাতিয়ান্দ ইউনিয়নে বারনই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সাইফুল ইসলাম এর শিশু কন্যা ফাতেমা(৫) ও সালাদ ইসলাম এর ছেলে আব্দুর সবুর(৯)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।
পরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে ঘটনাস্থলের কিছু দূরে তাদের মরদেহ খুজে পায় ডুবুরি দল।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা সম্পর্কে স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মৃতদ্বয় অন্যদের সাথে গোসল করতে গেলে প্রথমে ফাতেমা(৫) নদীর পানির স্রোতে ভেসে যেতে থাকে এ সময় সবুর(৯) তাকে বাচাতে গেলে এক পর্যায়ে দুজনেই নিখোঁজ হয়ে যায়। এদিকে এ
ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে আসে।