নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধে গোলাগুলির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মোহরকয়া গ্রামের মোঃ বাবরি(২৬), আমানুল (৩০), মহসিন(৪৫), রিগান সরদার (৩৫), বিজন সরকার (৩৭), ইলিয়াস প্রায় (৩৮)। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতভর লালপুর উপজেলা ও পাশ্ববর্তী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
লালপুর থানার ওসি মোঃ উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, গতি ২ সেপ্টেম্বর উপজেলার ৫মং বিলমারিয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে জমি- জমা সংক্রান্ত বিরোধের জর ধরে এজাহারনামীয় আসামী মোঃ বাবুর মেতৃত্বে অবৈধ অস্ত্র দিয়ে গুলি ছুড়লে প্রতিপক্ষের চারজন গুলিবিদ্ধ হয়।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়। জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় থানা পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতভর লালপুর ও ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা বাবুসহ ৬জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে লালপুর থানায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের প্রকৃয়াধীন আাছে এবং অস্ত্র উদ্ধার অভিযান চলছে। রবিবার গ্রেফতারকৃতদের কে আদালতে পাঠানো হয়েছে।