ঢাকা
শিরোনাম

নড়াইলে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

নবীগঞ্জে ডাকাত সর্দার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি হালিম পুলিশের খাঁচায় 

পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির দায়ে সরঞ্জামসহ নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব

নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ক্লাস রুমের ভিতর ছুরির আঘাতে জখম হয়েছে এক শিক্ষার্থী

বীরশ্রেষ্ট মুন্সী আব্দুর রউফ ডিগ্রী কলেজ প্রতিষ্ঠাতা সদস্য রমেন্দ্রনাথ মল্লিক আর নেই

যশোরের শার্শায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জম্মদিন পালিত হয়েছে

দেশরক্ষা ও ফেতনাসৃষ্টিকারীদের রুখে দাঁড়ানো ইমানি দায়িত্ব -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আজকের সর্বশেষ সবখবর

নাটক আর মডেলিং এ ব্যস্ত ফারহানা ইভা

admin
September 6, 2016 3:33 pm
Link Copied!

বিনোদন ডেস্ক : টেলিভিশনের সিরিজ নাটকসহ মডেলিং, শর্ট ফিল্মেও কাজে ব্যস্ত রয়েছেন ফারহানা ইভা।

এরই মধ্যে প্রায় ২০টি নাটক অনএয়ার হয়েছে। হাতে আছে আরও ১০/১২টি কাজ। অনএয়ার অপেক্ষায় আছে আরও বেশ কিছু নাটক। সব মিলিয়ে বলা যায় ইভা এখন ব্যস্ত।

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির এল.এল.বি অনার্সের ছাত্রী ফারহানা ইভা ছোট বেলা থেকে স্বপ্ন দেখেছে একদিন তারকা হবে, সবাই চিনবে তাকে। মিডিয়া মাত করবে। শোবিজ জগতে থাকবে তার সরব পদচারনা।

সেই ছোটবেলার স্বপ্ন বুকে লালন করে তিলতিল করে এগিয়ে যাওয়ার লড়াইয়ে অনেক দূর এগিয়েছে ফারহানা ইভা। ধৈর্য্য ও সংগ্রাম নিয়ে কাজ করতে হয়েছে। এখনও করছে।

এগিয়ে যেতে চায় সামনের দিকে। সৃষ্টিশীল কাজ করে বেঁচে থাকতে চায় দর্শকের মাঝে।

ফারহানা ইভার অনেক নাটকের মাঝে সেলফি, হেলোজেন রহস্য, এখানেই শেষ নয়, টেরাকোটা, টিট ফর ট্যাট অন্যতম। অনএয়ার এর অপেক্ষায় আছে সিরিয়াল নাটক রেডিও জকি ও কতিপয় গল্প, শূণ্য থেকে শুরু সহ বেশ কিছু নাটক। ফারহানা ইভা আরও কাজ করে যেতে চায় বহুদূরে।

http://www.anandalokfoundation.com/