বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ: নাইকো দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসান খালেদা জিয়ার উপস্থিতিতে আংশিক চার্জ শুনানির পর আগামী ২০ ফেব্রুয়ারি পরবর্তী শুনানীর দিন ঠিক করেছে আদালত।
মঙ্গলবার ১২টা থেকে বেলা ২টা ৫মিনিট পর্যন্ত শুনানীর পর ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান নতুন তারিখ ঠিক করেন। পুরান ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত বিশেষ আদালতের এজলাসে এ শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে এদিন দুপুর ১২টা ২৭ মিনিটের দিকে খালেদা জিয়াকে হুইল চেয়ারে আদালতে হাজির করা হয়। ওই সময় তার সঙ্গে গৃহকর্মী ফাতেমাও ছিলেন। তিনি আদালত কক্ষে প্রবেশের পর বিচারক এজলাসে উঠলে মামলার কার্যক্রম শুরু হয়। ব্যারিষ্টার মওদুদ আহমদ নিজের পক্ষে সাড়ে ১২টা থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত অব্যাহতির বিষয়ে শুনানী করেন। শুনানীতে তিনি বলেন, আমি আজও বুঝতে পারি নাই, কি কারণে আমাকে আসামী করা হয়েছে। বলা হচ্ছে আমি একটি মতামত দিয়েছি। আজও দেখতে পারলাম না সে মতামত। আমি কোন মতামত দেইনি। ওটা দিয়েছে আইন মন্ত্রনালয়। সেখানে আমিসহ ৮ জন স্বাক্ষর করেছিলাম। কিন্তু আসামী হয়েছি আমি। বাকী ৭ জনকে না সাক্ষী, না আসামী করা হয়েছে।
সাবেক এ আইনমন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশনের বিধিমালা অনুযায়ী কোন মামলায় অনুসন্ধানের জন্য কর্মকর্তা ১৫ দিন করে ৩০দিনের সময় পবেন। যদি শেষ না করতে পারেন, তবে নতুন কর্মকর্তা নিয়োগ দিলে তিনিও ১৫ দিন করে ৩০ দিনের সময় পাবেন। তিনিও শেষ না করতে পারলে অনুসন্ধান বন্ধ হবে। এ মামলায় বিধি লংঘন করে প্রায় ১ বছর অনুসন্ধান কার্যক্রম চালানো হয়। বিধি লংঘন করায় এ মামলা এখন চলা মানে সময় নষ্ট করা। তাই আদালতের উচিত হবে, এ মামলার কার্যক্রম এই মুহুর্তে শেষ করা। সে ক্ষেত্রে দুদক নতুন করে অনুসন্ধান করে আবার মামলা করতে পারেন। শুনানীতে বিএনপির এ নেতা অনুসন্ধান ও তদন্তের পর্যায়ে তাঁর বক্তব্য শ্রবন না করেও কমিশন বে-আইনী কাজ করেছেন বলে জানান এবং সমর্থনে উচ্চ আদালতে বিভিন্ন সিদ্ধান্ত আদালতে দখিল করেন।
মওদুদ আহমদের শুনানী শেষ হওয়ার পর আসামী খন্দকার শহীদুল ইসলামের পক্ষে আইনজীবী আসাদুজ্জামান বেলা ২টা পর্যন্ত আংশিক শুনানী করেন। এরপর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার একটি আবেদন দিয়ে বলেন, হাইকোর্টের নির্দেশে ম্যাডামকে (খালেদার জিয়া) বঙ্গবন্ধু হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। কিন্তু অজ্ঞাত কারণে সেদিন পুর্ণাঙ্গ চিকিৎসা না দিয়ে কারাগারে ফেরত আনা হয়। যে কারণে তিনি এখন কারাগারে অনেক অসুস্থ হয়ে পড়েছেন। তাই হাইকোর্ট কর্তৃক অনুমতি দেয়া তাঁর ব্যাক্তিগত আইনজীবীদের কারাগারে আসার অনুমতি দেয়া প্রয়োজন। যাতে পুনরায় তাঁর চিকিৎসা শুরু হতে পারে।
ওই সময় আদালত হাইকোর্ট চিকিৎসা সংক্রান্ত আদেশ আইনজীবীকে আদালতে দাখিলের কথা বলেন এবং পাইলে পরে এ বিষয়ে আদেশ দিবেন বলেও জানান।
শুনানীকালে খালেদা জিয়া কোন কথা বলেন নাই। তবে অনেক আইনজীবীকে ডেকে তাকে পরামর্শ করতে দেখা যায়। এ নিয়ে মামলাটিতে খালেদা জিয়ার উপস্থিতিতে ৭ টি ধার্য তারিখ চার্জ গঠনের শুনানী হলো। তবে মামলাটিতে এখনো খালেদা জিয়ার পক্ষে শুনানী হয়নি।
মামলার অপর আসামীরা হলেন, বিতর্কিত ব্যবসায়ী তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একে এম মোশাররফ হোসেন ও সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া (সিলভার সেলিম), জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, তখনকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক।
২০০৭ সালের ৯ ডিসেম্বর তাহাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটির তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
চার্জশিটের বৈধতা চ্যলেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে রীট আবেদন করলে ২০০৮ সালের ৯ জুলাই হাইকোর্ট নিম্ন আদালতের কার্যক্রম স্থগিত করে রুল জারী করেন। ২০১৫ সালের ১৮ জুন হাইকোর্ট রুল ডিচার্জ করে স্থাগিতাদেশ প্রত্যাহার করেন।
ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেওয়ার’ অভিযোগে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতির অভিযোগে মামলাটি করা হয়।