মেহের আমজাদ,মেহেরপুর (০৯-০৩-১৬): মেহেরপুর জেলা বিএনপি’র নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের কুটুমবাড়ী কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক এমপি আমজাদ হোসেন। কেন্দ্রীয় ঘোষিত ৩২ সদস্য মেহেরপুর জেলা কমিটির ৩০ জন নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এ সভা। সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, আনছারুল হক, আব্দুল্লাহ, আলমগীর খান সাতু, হাফিজুর রহমান হাফি প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাসুদ অরুন বলেন, আজকের সময়ের দাবী বিএনপিকে ঐক্যবদ্ধ করার। দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামে বিজয় অর্জনে এর কোন বিকল্প নেই। প্রথম ওই সভায় সকলের মতামতের ভিত্তিতে স্বল্প সময়ের মধ্যে ১৫১ সদস্যের পূনার্ঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।