উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দূর্বৃত্তদের হামলায় একই পরিবারের জন আহত হয়েছেন।
গতকাল রবিবার সকালে দূর্বৃত্তদের হামলায় উপজেলার কুর্শি ইউনিয়নের দূর্লভপুর গ্রামের মৃত মবশ্বির আলীর পুত্র আব্দুল মিয়া (৬০)সহ একই পরিবারের ৩জন গুরুতর আহত হন।
আহত সুত্রে জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের কাদমা গ্রামে অবস্থিত সিরাজুল উলুম মাদরাসার একটি ফিশারিতে পাহারাদার হিসেবে চাকুরী করে আসছেন আব্দুল মিয়া। গত শনিবার দিবাগত রাতে সকলের অগোচরে একই গ্রামের আনিস মিয়ার পুত্র আবু তাহেরসহ একদল লোক ফিশারিতে মাছ শিকার করতে গেলে পাহারাদার আব্দুল মিয়া তাদেরকে বাধাঁ দেন।
এতে ক্ষিপ্ত হয়ে এরই জের ধরে গতকাল রবিবার সকালে আবু তাহের একষল দূর্বৃত্ত নিয়ে পাহারাদার আব্দুল মিয়ার বসত বাড়িতে গিয়ে তার পরিবারের ওপর হামলা চালায়। এতে আব্দুল মিয়া সহ তার স্ত্রী ফুলকুমারী বেগম (৪৫) ও পুত্র এমদাদুল মিয়া (২৬) আহত হন। প
রে তাদের শোর-চিৎকারে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে আহত সুত্রে জানা গেছে।