13yercelebration
ঢাকা

নবীগঞ্জের ইনাতগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

admin
May 25, 2018 4:55 am
Link Copied!

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ ১০পিস ইয়াবাসহ সানুর মিয়া(২৬)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সানুর ইনাতগঞ্জ ইউনিয়নের কাকড়া গ্রামের মো: দুধু মিয়ার পুত্র।

বৃহস্পতিবার সন্ধায় ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁনের নেতৃত্বে এসআই এমরান,এএস আই সুহেল দেব,এএসআই বিশ^জিৎ ঘোষের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে স্থানীয় বান্দের বাজার মাছ বাজার থেকে সানুরকে ১০পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,মাদক বিক্রি এবং সেবনকারীদের কোন রকম ছাড় দেয়া হবেনা। গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

http://www.anandalokfoundation.com/