ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জের আদিত্যপুর গ্রামের মহাজন বাড়ীতে অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম লীলা সংকীর্তন অনুষ্টিত

admin
February 10, 2017 11:57 pm
Link Copied!

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের মহাজন বাড়ীতে পূর্ব পুরুষের স্মরনে অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম ও লীলা সংকীর্তন বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে গতকাল শুক্রবার অনুষ্টিত হয়েছে।

অনুষ্টানমালার মধ্যে ছিল শ্রীমদভাগবত পাঠ,অষ্টপ্রহর ব্যাপী  হরিনাম ও লীলা সংকীর্তন এর শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপন। এতে কীর্তন পরিবেশন করেন নেত্রকোনার শ্রী লক্ষীপ্রিয়া সম্প্রদায়,তারাপাশার শ্রী গুরু সম্প্রদায়, হবিগঞ্জের শ্রী শ্রী ভক্ত হরিনাম সম্প্রদায় মৌলভীবাজারের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভূ সম্প্রদায়,কুলাউড়ার শ্রী নিত্যানন্দ সম্প্রদায়।

অনুষ্টানমালায় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক বিকাশ রায়,নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এটি এম সালাম, নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,উপজেলা রামকৃষ্ণ সেবা সংঘের সাধারন সম্পাদক জগদীশ চন্দ্র দাশ,উত্তম কুমার রায়,পূন্যব্রত ধর,দিপক ধর। এ সময় আয়োজন কমিটির পক্ষে উপস্থিত ছিলেন, হিমাশু দে,শিক্ষক রথীন্দ্র লাল দে মুকুল,শ্যামল চক্রবর্ত্তী, শিক্ষক অরুন দে,নেপাল চন্দ্র দে,ভূবন চন্দ্র দে,করুনাময় দে বাচ্চু,শিক্ষক গৌতম দে রিপন,এডভোকেট রাজীব কুমার দে তাপস,সমীরন দেসহ অন্যান্য নেতৃবৃন্দ।

http://www.anandalokfoundation.com/