মোঃ হাসিম উদ্দিন নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ “জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৪১ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।
উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে শনিবার সকালে নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিন ব্যাপি এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান , বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আঃ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখ ।