ঢাকা

নরেন্দ্র মোদি ও যোগী আদিত্যনাথকে নপুংসক বলে গালি কংগ্রেস নেত্রী অলকা লাম্বার

Rai Kishori
May 26, 2020 12:40 pm
Link Copied!

ভারতের প্রধানমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নপুংসক ও তাদের মুখে থুতু ফেলার কথা বলে গালি দিয়েছেন কংগ্রেস পার্টির নেত্রী অলকা লাম্বা (Alka lamba)।

রাজনৈতিক দল পরিবর্তন করার জন্য কুখ্যাত অলকা লাম্বা এখন সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi) ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সরাসরি গালি দিয়েছেন।

আরও জানতেঃ অলকা লাম্বার টুইটারে পোস্ট দেখুন অলকা লাম্বা

অলকা লাম্বা বলেছেন, “মোদী যোগী আপনারা দুজনেই নপুংসক। আমি তোমাদের উপর থুতু দেই। এটা ভাগ্যের বিষয় যে আপনারা কোনো মেয়ের বাবা হওয়ার সুযোগ পান নি।” পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গত টেনে এনে কংগ্রেস নেত্রী দেশের দুই দুই সম্মানীয় পদকে অপমান করেছেন। অবাক হওয়ার বিষয় এই যে, অলকা লাম্বা নিজের এই নোংরা বক্তব্য নিজেই টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন।

অলকা লাম্বা যে ভাষা প্রয়োগ করেছেন তা আজ নতুন নয়। এর আগেও উনি বহুবার RSS ও বিজেপর নেতাদের বিরুদ্ধে এমন ধরনের শব্দ বলেছেন। টুইটারে পোস্ট

অলকা লাম্বার এমন নোংরা মন্তব্যের জন্য উনার বিরুদ্ধে জনতার বেশ আক্রোশও দেখা মিলেছে। লখনউতে অলকা লাম্বার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে খবর সামনে আসছে। অলকা লাম্বার বিরুদ্ধে মোদী সরকার মোদী সরকার পদক্ষেপ না নিলেও যোগী সরকার বেশ সক্রিয় হয়ে কাজে লেগে পড়েছে তথা তদন্ত আরম্ভ করেছে।

http://www.anandalokfoundation.com/