অসীম মোহন্ত, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি। বগুড়ার নন্দীগ্রামে পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৩ টি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১১৭ শয্যা বিশিষ্ট বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়াও করোনা বিষয়ে যেকোন তথ্য ও সেবার জন্য উপজেলা কন্টোল রুম খোলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার বলেন, উপজেলায় ১৩ টি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন স্থাপন করা হয়েছে। প্রবাসীদের বাড়িতে লাল পতাকা টাঙানোসহ উপজেলার ২৬ টি হাট বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জনসমাগম ও দলবেঁধে চলাচলের উপর নিষেধাঙ্গা আরোপ করা হয়েছে।