ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে বোরোধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন 

Brinda Chowdhury
April 28, 2021 5:44 pm
Link Copied!

অসীম কুমার, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৮ এপ্রিল বেলা ১ টা ২০ মিনিটে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ উদ্বোধন করেন।
নন্দীগ্রাম এলএসডি চত্বরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুজ্জামান, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, নন্দীগ্রাম এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আরেফিন, বিএনপি নেতা বেলায়েত হোসেন আদর, মোঃ আলেকজান্ডার, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি আল-তৌফিক, সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও মিল মালিক সেলিম সরদার প্রমুখ। এবার ২৭ টাকা কেজি দরে এ উপজেলার কৃষকদের নিকট থেকে নিয়মানুযায়ী ২৬৫৭ মেট্রিকটন বোরো ধান সংগ্রহ করা হবে।
http://www.anandalokfoundation.com/