ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ নতুন নির্বাচন কমিশনকে (ইসি) সহযোগিতা করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব–উল–আলম হানিফ। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে তিনি এ আহ্বান জানান।
বেলা ১১টায় আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোক্তাদীর চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাহবুব–উল–আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।
সভায় হানিফ বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের কাছ থেকে তালিকা নিয়ে সার্চ কমিটি গঠন করেছেন। আমরা আশা করি, যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তা জাতির প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।’
মাহবুব–উল–আলম হানিফ আরো বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলকে আহ্বান জানাব, তারা যেন নির্বাচন কমিশনকে সহযোগিতা করে। কারণ, সব রাজনৈতিক দলের সহায়তা নিয়েই কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে সক্ষম হবে।’