স্পোর্টস ডেস্কঃ
ভারত অধিনায়ক বিরাট কোহলি বহুদিন আগে এক ভারতীয় ক্রিকেটারের উপরে ভরসা করেছিলেন। সেই ক্রিকেটার অধিনায়কের ভরসার প্রতি আস্থা দেখিয়েছেন।
মহেন্দ্র সিংহ ধোনি দুনিয়ার সেরা ফিনিশার। এই বিষয়ে কোনও সন্দেহই নেই। সেই ধোনি টেস্ট ক্রিকেটকে অনেক আগেই বিদায় জানিয়েছেন। তাঁর জায়গায় টেস্ট ক্রিকেটে উইকেটের পিছনে এখন দাঁড়াচ্ছেন বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। তিনিও ভালই পারফরম্যান্স করছেন ভারতের হয়ে।
ভারত অধিনায়ক বিরাট কোহলি বহুদিন আগে এক ভারতীয় ক্রিকেটারের উপরে ভরসা করেছিলেন। সেই ক্রিকেটার অধিনায়কের ভরসার প্রতি আস্থা দেখিয়েছেন। এত পর্যন্ত পড়ার পরে অনেকেই মনে করতে পারেন ঋদ্ধিমান সাহার কথাই হয়তো বলা হচ্ছে। কেউ যদি মনে করেন বাংলার উইকেটকিপার ঋদ্ধির কথা বলা হচ্ছে, তাহলে কিন্তু ভুল হবে।
কোহলি আসলে হার্দিক পাণ্ড্যর উপরেই ভরসা রেখেছিলেন। পাণ্ড্য অলরাউন্ডার। প্রয়োজনের সময়ে হাত ঘুরিয়ে উইকেট তুলে নিতে পারেন। আবার দলের প্রয়োজনে ব্যাট ঘোরাতেও পারেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে মারমুখী ব্যাট করেছিলেন পাণ্ড্য। রবীন্দ্র জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন। তা নিয়ে কম লেখালেখি হয়নি।
শ্রীলঙ্কাতেও পাণ্ড্য সেঞ্চুরি হাঁকিয়েছেন। দ্বীপরাষ্ট্রের মাটিতেও ঝড় তুলেছেন পাণ্ড্য। ৮৬ বলে শতরান করেন তিনি। টেস্টে ধোনির জায়গায় দলে ঢুকেছেন পাণ্ড্য। ধোনির চেয়ারে বসা কঠিন ব্যাপার। ভবিষ্যতের কথা মাথায় রেখে কোহলি টেস্ট দলে জায়গা দিয়েছেন পাণ্ড্যকে। আর পাণ্ড্যও কোহলির সিদ্ধান্তের প্রতি যথা যোগ্য মর্যাদা দিয়েছেন।