নওগাঁর ধামইরহাটের রূপনারায়ণপুর ও কোকিল সম্মিলিত আলিম মাদ্রাসা হল রুমে সিরাতুন্নবী (সাঃ) শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং ধামইরহাট ইউনিয়ন ওলামা বিভাগের আয়োজনে ১৬ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন ১নং ধামইরহাট ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি আলহাজ্ব আব্দুল কাহার সিদ্দিক।
প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন নওগাঁ জেলা (পশ্চিম) আমির ইঞ্জিনিয়ার এনামুল হক বিউটি, বিশেষ অতিথি নওগাঁ জেলা (পশ্চিম) নায়েবে আমির সাবেক ইউপি চেয়াারম্যান আতাউর রহমান, নওগাঁ জেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক এ কে এম ফজলুর রহমান, ১নং ধামইরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইউনুছার রহমান।
বক্তাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শ অনুসরণ করে ইসলামী শাসন ব্যবস্থার কায়েম করতে নিজ নিজ অবস্থান থেকে নিজেদেরকে ভূমিকা রাখার আহ্বান জানান।