ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক প্রেমী পুলিশ কর্মকর্তা এস.আই আমিরুল ইসলামকে বিদায় সংবর্ধণা প্রদান করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টায় শিল্পকলা একাডেমীতে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা ও সংগীত গুরু মোস্তফা কামাল চৌধুরী জিন্নাহ, উপদেষ্টা জুলফিকার আলী, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, আল-রাজি সমবায় সমিতির সভাপতি মোস্তফা কামাল, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আলতাব হোসেন, উপজেলা প্রেস ক্লাব সম্পাদক মেহেদী হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
পরে ক্লাবের সকল সাংবাদিকগণ ও প্রধান অতিথি ধামইরহাট থানার সদ্য বিদায়ী পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধার সন্তান এস.আই আমিরুল ইসলামকে বিদায় সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং সংগীত গুরু ও শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক মোস্তফা কামাল চৌধুরী জিন্নাহ বিদায়ী অতিথির সম্মানে বিদায়ী গান পরিবেশন করেন। এ সময় উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি মোতারফ হোসেন মুকুল, সহ-সভাপতি প্রভাষক শামীম রেজা, পাস্কায়েল হেমরম, যুগ্ম সম্পাদক রেজুয়ান আলম, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী ফারুকী@অরিন্দম মাহমুদ, দপ্তর সম্পাদক তাওসিফ ইসলাম, কোষাধ্যক্ষ রাসেল মাহমুদ, সদস্য সাংবাদিক গাউছুল আজম, মেহেদী হাসান উজ্জল, সাইফুল ইসলাম ও ইমতিয়াজ আহমেদসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৮ সেপ্টেম্বর বদলী আদেশ প্রাপ্তি সাপেক্ষে ১৭ সেপ্টেম্বর এস.আই আমিরুল ইসলাম ধামইহাট থানা থেকে র্যাব হেড কোয়াটার, ঢাকায় যোগদান করেন।