13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়া ইস্যুতে রাশিয়া-ইসরাইল নয়া সমীকরণে ধাক্কা খেল তুরস্ক

Ovi Pandey
February 24, 2020 8:46 am
Link Copied!

দেবাশীষ মুখার্জী (কূটনৈতিক প্রতিবেদক) : সিরিয়ার উপর তুরস্কের আগ্রাসন বড় রকমের ধাক্কা খেয়েছে। সম্প্রতি রাশিয়ার বিমান বাহিনীর সহায়তায় সিরিয়ার সেনাবাহিনী, ইদলিব শহর নিয়ন্ত্রণ নেয়ার যুদ্ধে, তুরস্ককে নাস্তানাবুদ করে ছেড়েছে। তুরস্ক তাদের ১২ জন সৈন্য নিহত হওয়ার সংবাদ স্বীকার করেছে।

সিরিয়া ও ইরাকের বিশাল এলাকা জুড়ে চরমপন্থী ইসলামী স্টেট বা আই এস যে, মানবতাবিরোধী বর্বর শাসন ব্যবস্থা কায়েম করেছিল – তা থেকে সবচেয়ে বেশি ফয়দা লুটেছে তুরস্ক। তুরস্ক আই এস-কে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করত ; বিনিময় আই এস-এর কাছ থেকে সস্তায় লুন্ঠনকৃত জ্বালানি তেল কিনতো। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স,ব্রিটেন ও রাশিয়ার যৌথ বিমান হামলায়, আই এস ধ্বংস হয়ে যায়।

আই এস-এর বিরুদ্ধে যখন রাশিয়া বিমান হামলা চালাচ্ছিল, তখন তুরস্ক গুলি করে একটি রাশিয়ান জঙ্গি বিমান ভূপাতিত করে। সেই থেকে রাশিয়া ও তুরস্কের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়। রাশিয়া সুস্পষ্টভাবে ইসরাইলের দিকে ঝুঁকে পড়ে। যদিও পাশ্চাত্যের কয়েকটি দেশ তুরস্কের প্রতি মৌখিক সমর্থন ব্যক্ত করেছে ; তবে তা কেবল মৌখিক আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ।

http://www.anandalokfoundation.com/