বিশেষ প্রতিবেদক (অসিত কুমার ঘোষ বাবু ও মনোরঞ্জন মজুমদার)ঃ ধর্ম যার যার, উৎসব সবার’- আবহমানকাল ধরে বাংলাদেশের মানুষের এই সার্বজনীন বিশ্বাস এই উৎসবের মধ্যে দিয়ে যেমন প্রমাণিত হয়েছে তেমনি ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’- অসাম্প্রদায়িক মানুষের এই বিশ্বাসও প্রমাণিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ।
আজ ৩০শে সেপ্টেম্বর শনিবার শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গোৎসবের শেষদিনে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সকাল ৯.৫৮ মধ্যে বিজয়া দশমির বিহিত পূজা, সকাল ১০টায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রক্তদান কর্মসূচি অনুষ্ঠান উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। বিকেল ৩.৩০টায় ঢাকা মহানগরের অধিকাংশ পূজা মণ্ডপের ভক্তবৃন্দ তাদের প্রতিমা নিয়ে পলাশী মোড়ে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রায় যোগদেন। সেখান থেকে বিজয়ার শোভাযাত্রা বের হয়ে সন্ধ্যায় বুড়িগঙ্গার (ওয়াইজ ঘাট) বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জন দেয়া হয়।
কেন্দ্রীয় শোভাযাত্রা নেতৃত্ব দেন নিমচন্দ্র ভৌমিক, স্বপন কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি. এন. চ্যাটার্জী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায়, নির্মল কুমার চ্যাটার্জী, বাবুল দেবনাথ, কিশোর রঞ্জন মন্ডল, রমেন মন্ডল, ড. তাপস চন্দ্র পাল, মিহির রঞ্জন হাওলাদার, বিপ্লব কুমার দে, ধ্রুব কুমার লস্কর প্রমুখ।
শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমকে আন্তরিক অভিনন্দন।
৫ দিন ব্যাপী উদযাপিত এই দুুর্গোৎসব ঢাকা মহানগরে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন হওয়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি.এন. চ্যাটার্জী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায় এক যুক্ত বিবৃতিতে দুর্গোৎসব উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি ঢাকাবাসী, স্বরাষ্ট্র মন্ত্রী, আইজিপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, র্যাব, ডিজিএফআই, এনএসআই, ডিবি, সি আই ডি সহ সকল স্তরের আইন শৃংখলা রক্ষায় কর্মকর্তা ও সদস্য, ঢাকা সিটি কর্পোরেশন, বিদ্যুৎ বিভাগ এবং ওয়াসাকেও আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।
নেতৃবৃন্দ এবারের দুর্গোৎসব আয়োজনসহ পূজার অনুষ্ঠানমালার ধর্মীয় ভাবধারার বিভিন্ন দিকসমূহ গণমাধ্যমসমূহে বিশেষ প্রচার-প্রচারনায় জাতির সামনে তুলে ধরেন। শারদীয় দুর্গোৎসব বাঙ্গালীর সার্বজনীন জাতীয় উৎসব হিসেবে গণমাধ্যমসমূহে তুলে ধরায় বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার দিকটি ফুটে উঠেছে বলে নেতৃবৃন্দ মনে করেন। নেতৃবৃন্দ গণমাধ্যমের এ ধরনের ভূমিকার জন্য গণমাধ্যমকে এবং যারা এর সাথে যুক্ত তাঁদের সকলের প্রশংসাসহ আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।