ভারতের ত্রিপুরায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয় বারের মতো ক্ষমতায় এল বিজেপি। যে রাজ্যে মোট বিধানসভা কেন্দ্রের সংখ্যা ৬০। অর্থাৎ ম্যাজিক ফিগার হল ৩১। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিজেপি ৩২ টি আসনে জিতেছে। বাম-কংগ্রেস জোটের ঝুলিতে ১৪ টি আসন গিয়েছে। ইন্ডিজেনিয়াস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা একটি আসনে জিতেছে। তিপ্রা মোথা পার্টির প্রার্থীরা শেষ হাসি হেসেছেন ১৩ আসনে।
তারই মধ্যে দুঃখের খবর এসেছে তাঁদের জন্য। এবার নির্বাচনে হেরে গিয়েছেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা। তিনি হেরেছেন চাড়িলাম কেন্দ্রে। ওই কেন্দ্রে প্রায় ৮০০ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি।
সেখানে জিতেছেন টিপ্রা মোথা দলের প্রার্থী সুবোধ দেব বর্মা। টিপ্রা মোথা এবং বিরোধীদের দাবি, সেখানে শাসক দলের প্রতি মানুষ যে বীতশ্রদ্ধ এবং বিরক্ত তা এই ফলেই বোঝা যাচ্ছে। চাড়িলাম আসনও সেখানের শাসক দলের কাছে ছিল খুব প্রেস্টিজের লড়াই। সেখানে উপমুখ্যমন্ত্রীর হার শাসক শিবিরের কাছে একটি বড় ধাক্কা বলে মনে করছেন তাঁরা।
এদিকে, টাউন বড়দোয়ালী কেন্দ্রে কংগ্রেসের আশিস কুমার দাস কে ১২৫৭ ভোটে হারিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগরতলা কেন্দ্রে বিজেপি-র পাপিয়া দত্তকে ৮১৬২ ভোটে পরাজিত করেছেন কংগ্রেসের সুদীপ রায় বর্মণ। সাব্রুম কেন্দ্রে জিতেছেন সিপিএমের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরীও।
বিকাল ৪টা পর্যন্ত, যে ফল প্রকাশ হয়েছে তাতে দেখা গিয়েছে ৬০টি আসনে মধ্যে বিজেপি জিতেছে ২৫টি আসনে এবং ৭ টি কেন্দ্রে এগিয়ে তাঁরা। কংগ্রেসের হাতে থাকছে ২টি আসন, বামের ৭টি আসনে এবং টিপরা মোথা ৮টি আসনে জিতেছে। ২৮টি কেন্দ্রে প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তারা একটিও আসনে জেতার জায়গায় নেই।
এবার ত্রিপুরার বেশির ভাগ আসনেই হয় চতুর্মুখী লড়াই। সেখানে প্রার্থী ছিল ২৫৯জন। এদিকে, সেখানে আবার তারাই সরকার গঠন করতে চলেছেন তা নিশ্চিত হয়ে যাওয়ার পরে ত্রিপুরার মানুষকে অভিনন্দন জানিয়েছেন মানিক সাহা। তিনি জানান, ‘এক ত্রিপুরা , শ্রেষ্ঠ ত্রিপুরা’ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করবেন তাঁরা।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারা এখানে এসে প্রচার করে গিয়েছেন। এই রাজ্যের যে উন্নতি হচ্ছে এবং কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা রাজ্যের লোকজন পাচ্ছেন। আমাদের প্রতি বিশ্বাস এবং আস্থা রেখেছেন তাঁরা। আমরা যে উন্নয়ন করেছি এবার সেই কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।”
জেতার পরে ত্রিপুরার সর্বত্র শান্তি বজায় রাখার আবেদনও জানিয়েছেন তিনি। যদিও বেশ কিছু জায়গা থেকে হিংসার খবর এসেছে। আরেকদিকে সেখানে শাসক বিজেপি-কে সমর্থন করার ইঙ্গিত দেওয়া হয়েছে টিপ্রা মোথার তরফ থেকে। শর্ত সাপেক্ষে বিজেপি-কে সমর্থন করা হবে বলে জানিয়েছে টিপ্রা মোথা।