ছাতক প্রতিনিধিঃ ছাতক ও দোয়ারাবাজার আসনে হ্যাটট্রিকসহ চতুর্থবারের মতো নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন- নির্বাচনী সহিংসতাই প্রমাণ করে বিএনপি ও তার ধূসররা সন্ত্রাসী দল। তারা নির্বাচনের আগে নানা নির্বাচনী সভায় ঘোষনা দিয়েছিল লাঠি সোটা নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত থাকবে। সেই পরিকল্পনা অনুযায়ী প্রায় ৫০টি ভোট কেন্দ্রে আমাদের নেতাকর্মী ও ভোটারদের উপর হামলা করেছে।
প্রায় শতাধিক নেতাকর্মীকে আহত করেছে। কিন্তু বিজয় ছিনিয়ে নিতে পারেনি। দেশের মানুষ আওয়ামীলীগকে ভালবাসে বলেই আমরা বিপুল ভোটে বিজয়ী হয়েছি। সারা দেশে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভূতপূর্ব বিজয় হয়েছে। তিনি গতকাল বুধবার সকালে মন্ডলীভোগস্থ নিজ বাসভবনে নির্বাচন পরবর্তী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর নওশাদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিডেটের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামীলীগ নেতা সামছু মিয়া, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কিরণ, ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, সাবেক ইউপি সদস্য আলহাজ আব্দুল করিম।
এসময় উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাপস দাস পুরকায়স্থ, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ, ছাতক বহুমুখী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমদ, ব্যবসায়ী তাহির আলম, আলী আলম, উলামালীগ নেতা কাজী আমিনুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মুশাহিদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী এখলাছ খান, আওয়ামীলীগ নেতা আবু সাইদ চৌধুরী বাবুল, সাবেক পৌর কাউন্সিলর আফতাব মিয়া, মো. শাহজাহান, বাবলু মিয়া, মনির মিয়া, আশিক আলী, জেলা যুবলীগ নেতা মাহফুজ বাবলু, উপজেলা যুবলীগ নেতা আতিকুর রহমান শাওন, পৌর যুবলীগ নেতা শহিদুজ্জামান লিকসন, নুর আলম, শাহ মো. শাহীন আহমদ, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি লায়েছ মিয়া, শামিম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রান ও দুর্যোগ সম্পাদক আল আমিন, যুবলীগ নেতা লকেস মিয়া, রূপক গোস্বামী, সুহেল মিয়া, আলী আকবর, আশিক আলী, মিলন মিয়া, আজিম উদ্দিন প্রমুখ।