ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দেশের উন্নয়ন ও আগামীর মেহেরপুর নিয়ে সাংবাদিকদের সাথে গোলটেবিল বৈঠক

admin
October 27, 2017 6:58 am
Link Copied!

মেহের আমজাদ,মেহেরপুর (২৬-১০-১৭):  দেশের উন্নয়ন ও আগামীর মেহেরপুর নিয়ে সাংবাদিকদের সাথে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে জেলা শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য ও মেহেরপুর জেলায় স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামের মুখপাত্র এম.এ.এস ইমন ওই গোলটেবিল বৈঠকের আয়োজন করেন ।

আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য এম.এ.এস ইমনের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল আলম, উপদেষ্টা তুহিন আরন্য, সাংবাদিক মেহের আমজাদ, আনিছুজ্জামান মেন্টু, মোঃ রাশেদুজ্জামান, মুজাহিদ মুন্না, দিলরুবা খাতুন, মাহাবুব চাঁন্দু, রেজ আন উল বাশার তাপস,স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামের সদস্য সাফুয়ান উদ্দিন রুপক প্রমুখ।

গোলটেবিল বৈঠকে এম.এ.এস ইমন বলেন, মেহেরপুরের উন্নয়নের জন্য আগামীতে সকল শ্রেণী-পেশার মানুষকে এক সাথে কাজ করতে হবে। দেশ এখন আর আগের অবস্থানে নেই। সমাজ পরিবর্তন হয়েছে-দেশ পরিবর্তন হয়েছে। আমরা এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, এ জেলার প্রধান সমস্যা গুলোর মধ্যে বেকারত্ব, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ, আদম ব্যবসায়ীদের খপ্পরে পড়ে নিঃস্ব হওয়া। তিনি বলেন, এর হাত থেকে বের হতে হলে প্রয়োজন সঠিক নেতৃত্বের। নেতৃত্ব পেলে এ জেলার উন্নয়নে নিজেকে বিলিয়ে দেওয়ার অঙ্গীকার করে তিনি উন্নয়নের জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শহর আওয়ামীলীগের সহ-সভাপতি বেলাল হোসেন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক আতিক স্বপন, সদস্য শাহারিয়ার হোসেন ববি, শিমুল বিশ্বাস, জাতীয় শ্রমিক লীগের আহবায়ক এনামুল হক, আমদহ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আতিয়ার রহমান হিরা, স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামের সদস্য রাহিনুজ্জামান পোলেন প্রমুখ উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/