আজ ৩০ অক্টোবর শনিবার সামনের আসন্ন বিপদ থেকে রক্ষা পেতে দিনের শুরুতেই দেখে নিন আজকের রাশিফল। রাশিফলে থাকা ১২ টা রাশির মধ্যে আপনার নিজের রাশি মিলিয়ে দেখে নিন কি রয়েছে আপনার ভাগ্যে। তারপর সেইমতন কাটান গোটা দিন।
মেষঃ ঘরের কাজে আজকের দিনে ব্যস্ত থাকবেন। মাইগ্রেনের রোগীরা নিজেদের খাবারের দিকে নজর দিন। পার্কে গিয়ে অচেনা ব্যক্তির সঙ্গে ঝগড়া হতে পারে। কিছু বাড়তি উপার্জনের চেষ্টা করুন।
বৃষভঃ আত্মীয়দের সম্পর্কে আপনি যা ভেবেছিলেন, তাঁরা তার থেকে অনেক ভালো হবে। অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে নিজের ভালো লাগে এমন কিছু করুন। চারপাশের মানুষের দ্বারা বেশি প্রভাবিত হবেন না। কাউকে ঋণ দেওয়ার আগে ভালো করে কথাবার্তা বলে নেবেন।
মিথুনঃ সন্ধ্যের সময় আত্মীয়রা বাড়িতে আসতে পারে। নিজের শরীরের দিকে নজর দিন। আজকের দিনে করা অফিসের কাজ ভবিষ্যতে কাজে দেবে। বাড়ির চারপাশের ছোট জিনিসে কিছুটা অর্থ ব্যয় করতে পারেন আজকে।
সিংহঃ ভালোবাসার মানুষের জন্য সারপ্রাইজ প্ল্যান করুন। অফিসের সমস্যা দূর করতে গিয়ে, জীবনে উত্তেজনা আসবে। ভালোবাসার মানুষের কিছু সমস্যা হতে পারে। বাড়ির বাইরে যাওয়ার আগে বড়দের থেকে আশির্বাদ নেবেন।
কন্যাঃ আজ এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। ভালোবাসার মানুষকে কোন খারাপ কথা না বলাই ভালো। সমাজসেবার দিকে নজর দিন। সময়ের সঠিক ব্যবহার করে, ফাঁকা সময়ে ভালো কাজ করুন।
তুলাঃ আপনার মিষ্টি স্বভাব, সকলের চোখে আপনাকে সেরা করবে। ভালোবাসার মানুষের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান। ভালোবাসার মানুষের কিছু সমস্যা হতে পারে আজ। সন্তানদের কারণে এই রাশির ব্যক্তিরা গর্ব বোধ করবেন।
বৃশ্চিকঃ ভালোবাসার মানুষের সঙ্গে একটি ভালো সময় কাটানো প্রয়োজন আজকে। শরীরকে সুস্থ রাখতে যোগ ব্যায়াম করুন। কর্মক্ষেত্রে বস আপনার কাজের প্রশংসা করবে। আর্থিক স্বচ্ছলতা নাও থাকতে পারে আজকের দিনে।
ধনুঃ দিনের বেশিরভাগ সময়টা ঘুমিয়ে কাটানোর পর বুঝবেন, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। পরিবারের সকলের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান। মেধার দ্বারা অক্ষমতাকে জয় করতে পারবেন। আজকের দিনে খেলাধূলায় নিযুক্ত থাকুন।
মকরঃ বাড়ির চারপাশের ছোট জিনিসের পেছনে অর্থ ব্যয় করে, মানসিক অশান্তিতে ভুগবেন। পরিবারের ইচ্ছে মত কিছু করুন। আজকের দিনে এই রাশির ব্যক্তিরা আর্থিক দিক থেকে উপকৃত হবেন। কর্মক্ষেত্রে আজকের দিন সেরা হবে।
কুম্ভঃ ভালোবাসার মানুষের থেকে সারপ্রাইজ পাবেন। ভালোবাসার মানুষের থেকে সারপ্রাইজ পাবেন। এই রাশির পড়ুয়াদের পড়াশুনা না করে বন্ধুদের পেছনে সময় কাটানো ঠিক নয়। পরিবারের সকলের সঙ্গে কোথাও যাওয়ার কারণে, কিছুটা অর্থ ব্যয় হবে।
মীনঃ সমাজসেবায় মন টানবে। আপনার সুনাম নষ্ট করছে, এমন ব্যক্তির থেকে দূরে থাকুন। ঋণ দেওয়া অর্থ আজকের দিনে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোন ধর্মীয় স্থানে বা আত্মীয়র বাড়িতে যেতে পারেন আজকে।