বিশেষ প্রতিবেদকঃ দুর্নীতি প্রতিরোধ করা না গেলে উন্নয়নশীল দেশের স্বীকৃতি ধরে রাখা সম্ভব হবে না মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
দুদক চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী শুধু দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এক ভাগ কমে যাচ্ছে।
দুর্নীতির এই প্রবণতা ঠেকানো না গেলে প্রবৃদ্ধির ওপর নেতিচক প্রভাব আরো প্রকট হতে পারে বলেও মনে করেন তিনি। মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ স্মরণ করে ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি কমিয়ে দেশে উন্নয়নের চাকা আরো বেগবান করা গেলেই শহীদের প্রতি যথাযথ সম্মান দেখানো হবে।