13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপূজায় কঠিন নিরাপত্তা ব্যবস্থা

admin
September 21, 2016 6:35 am
Link Copied!

পাবনা প্রতিনিধিঃ আসন্ন দুর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে পালনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে। পবিত্র ঈদুল আজহা মতো দুর্গাপূজাতেও থাকবে কঠিন নিরাপত্তা ব্যবস্থা।’ বললেন আনসার ও ভিডিপির রাজশাহী বিভাগীয়(রেঞ্জ) পরিচালক পবিত্র কুমার সাহা।

গতকাল মঙ্গলবার দুপুরে পাবনা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা-দলনেত্রীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

পবিত্র কুমার সাহা জানান, ঈদুর আজহার মতো শারদীয় দুর্গা উৎসবও শান্তিপুর্ণভাবে পালিত হবে। পুজা মন্ডপের নিরাপত্তাসহ পুজা উৎসব চলাকালীন আইন শৃংখলা রক্ষায় আনসার ভিডিপি সদস্য সদস্যাদেরকে সতর্ক অবস্থায় দায়িত্ব পালনের জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তা বা সদস্যদের কোন গাফিলতি বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন আনসার ও ভিডিপির রাজশাহী বিভাগীয় পরিচালক পবিত্র কুমার সাহা।

মতবিনিময় সভায় জেলা কমান্ড্যান্ট সৈয়দ মোস্তাক হাসান এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সার্কেল এডজুটেন্ট মো. রেজাউল হোসেন, ঈশ্বরদী উপজেলা কর্মকর্তা মো: চাঁদ আলী, ইউনিয়ন দলনেতা আলীমূল রেজা রাজন, ওয়ার্ড দলনেত্রী শিলা পারভীন প্রমুখ। মতবিনমিয় সভা শেষে দলনেতা-দলনেত্রীদের মধ্যে বাইসাইকেল এবং সেলাই মেশিন বিতরন করা হয়।

http://www.anandalokfoundation.com/