মোঃমাসুদুর রহমান শেখ, শার্শা বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী সহ ৩ মাদকব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বুধবার যশোর ৬ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এর সিনিয়র এএসপি খোদাদাদ হোসেন প্রেরিত এক প্রেসবিঞ্জপ্তিতে জানান,মঙ্গলবার রাতে বেনাপোলের গাজিপুর গ্রামের সোহান হোসেনের বাড়ি থেকে মাদকের এই চালানটি জব্দ করা হয়েছে।
ওই সময় বেনাপোলের নামাজগ্রামের সাজ্জাদ আলির ছেলে আব্দুস সবুর (৩৫), গাজিপুরের শাহাদত হোসেনের ছেলে সোহান হোসেন (২৩) ও ঝিকরগাছার শিকচানপুর গ্রামের হোসেন আলির স্ত্রী মনোয়ারা বেগমকে(৫০) আটক করা হয়।
তিনি বলেন,‘মাদক বেচাকেনা হচ্ছে’ এমন সংবাদ পেয়ে যশোর ক্যাম্পের র্যাবের টহলদল সোহানের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
পরে সবুর (৩৫) এর পরিহিত লুঙ্গির কোমরে খাকি কষ্টেপ দ্বারা মোড়ানো ১০টি নীল রংয়ের পলিথিনের মধ্যে ২০০ পিস করে দুই হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যাহার রং গোলাপী।
তাদের বিরুদ্ধে মাদক আইনে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করা হয়েছে ।