আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় দুই ভাইয়ের এক স্ত্রীর খবরে এলাকায় কৌতুহলের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পয়সারহাট গ্রামের মুনসুর শিকদারের মেয়ে লিমা আক্তারের সাথে এক বছর পূর্বে পাশ্ববর্তী ছোট দক্ষিণ পাড় গ্রামের ময়ুর আলী শাহ’র ছেলে মিন্টু শাহর বিয়ে হয়। বিয়ের এক মাসের মধ্যেই বড়ভাই মিন্টুর স্ত্রী লিমা আক্তার ছোট ভাই আমিনুর শাহ সাথে পরকীয়া সর্ম্পক গড়ে তোলে। আমিনুর ও লিমা বাড়ি থেকে পালিয়ে গিয়ে গোপালগঞ্জে শহরে দীর্ঘদিন স্বামী ও স্ত্রী হিসেবে বসবাস করে। শনিবার দুপুরে উপজেলা চাত্রিশিরা গ্রামে খালু সাইদুল সরদারের বাড়িতে লিমা আক্তার আসেন।
বর্তমানে লিমা ৫ মাসের অন্তঃসত্তা রয়েছে। এ ঘটনা জেনে মিন্টু শাহ লোকজন নিয়ে ওই বাড়িতে স্ত্রী লিমাকে আনতে গেলে সে তার সাথে আসতে অস্বীকৃতি জানায়। লিমা নিজেকে ছোট ভাই আমিনুর শাহ স্ত্রী দাবী করছে। এঘটনায় এলাকায় ব্যাপক কৌতুলের সৃষ্টি হয়েছে।