ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দি নিউজ এর পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা

Rai Kishori
May 25, 2020 12:10 pm
Link Copied!

মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ঈদ। ঈদ মানে আনন্দ- খুশি- স্বজন আর বন্ধুদের মিলনমেলা, হৈ-হুল্লোড়, ঘুরে বেড়ানো আরো কত কি।

ঈদের প্রধান রীতি কোলাকুলি, করমর্দন। ঈদ মানে প্রতিবেশীদের নিয়ে খাওয়াদাওয়া, আড্ডা দেওয়া। কিন্তু সেই সবকিছু শেষ করে দিল করোনা নামে একটি অদৃশ্য ভাইরাস। এবছর এক অন্য রকম ঈদের সাক্ষী থাকলো গোটা বিশ্ব।

সৌদিআরব, মক্কা সব জায়গার মসজিদ বন্ধ। এক সাথে জমায়েত হয়ে নামাজ আদায়ে কড়াকড়ি বিধি নিষেধ। যদিও কিছু কিছু জায়গায় সরকারের এ বিধি নিষেধ না মেনে অনেকে জমায়েত হয়ে আগের মতই ঈদ উদযাপন করেছে কিন্তু বেশিরভাগ মানুষ সেটা করেনি। তাই এই করোনালগ্নে ঘরে থেকে সামাজিক দূরত্ব মেনে আত্মীয়-স্বজন, পরিবেশ, সমাজের সুরক্ষার কথা মাথায় রেখে ও স্বাস্থ্য নির্দেশনা মেনে সকলে ঈদ উদযাপন করছে। সেই অভিব্যাক্তি ব্যক্ত করে দি নিউজের পক্ষ থেকে সকল পাঠক, শুভাকাঙ্ক্ষীদের ও যাদের জন্য যাদের সাথে নিয়ে, সহায়তায় দি নিউজ আজ ৯ম বর্ষে চলছে তাদের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা।

প্রতিবছর মাহে রমজানের শেষে যখন পবিত্র ঈদ সামনে আসে, তখন বারবার কবি কাজী নজরুল ইসলামের সেই গানটি সকলের মনের পর্দায় প্রতিধ্বনিত হয়:

‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।’

দি নিউজের সম্পাদক প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী বলেন, ঈদ সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল শান্তি আর আনন্দ। মানুষের মধ্যাকার সব ধরনের বিভেদ চিরতরে দূর হয়ে যাক। করোনাকে একটি বিশেষ কারণে ধন্যবাদ জানাতে হয়। করোনার এ পরিস্থিতি না হলে আমরা কখনো আশপাশের মানুষের দুঃখ-কষ্টকে এভাবে বুঝতে পারতাম না। তাই এবারের ঈদের মূলমন্ত্র হোক মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা। সবাইকে জানাই পবিত্র ঈদেরর শুভেচ্ছা।

http://www.anandalokfoundation.com/