বাংলাদেশে যেভাবে হু হু করে চারিদিকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে তার মধ্যে মহৎ কাজ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। হিন্দু মহাজোট (গোবিন্দ প্রামাণিক) এর স্বেচ্ছাসেবক টিম পোস্তগোলা মহাশ্মশানে এক ব্যক্তির শব দাহ করেছে আজ।
আজ ঢাকার সূত্রাপুর থানার ২৮/এ প্যারীদাস রোড নিবাসী কালাচাঁন ঘোষ হৃদরোগে আগ্রান্ত হয়ে স্বাভাবিক মৃত্যুবরন করে। তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা না গেলেও তার দেহ দাহ করার জন্য আত্মীয়-স্বজন থেকে শুরু করে কোন ধর্মীয় বা রাজনৈতিক সংগঠন বা কোন স্বেচ্ছাসেবক এগিয়ে আসে না। বাধ্য হয়ে গোবিন্দ প্রামাণিকের কাছে তার পরিবার সহযোগীতা চান। খবর পাওয়া তার দল নিয়ে এগিয়ে যান।
আজ বিকেলে হিন্দু মহাজোট টিমের একাংশ দেহ নিয়ে পোস্তগোলা মহাশ্মশানে যান এবং কালাচাঁন ঘোষ এর দেহ দাহ করেন।
হিন্দু মহাজোটের এমন কাজের খবর পেয়ে অনেকেই তাদের প্রশংসা করেছেন। দি নিউজ-এর সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী বলেন, এই মহৎ কাজ সত্যি প্রশংসনীয়। গোবিন্দ প্রামাণিক দাদাকে আমি চিনি ২০ বছরের ও বেশি সময় ধরে। তার অনেক কাজের সাথে মতের মিল না হলেও এই কাজ সত্যি প্রশংসার দাবীদার। মানুষের বিপদে এভাবে পাশে দাঁড়ানোয় হিন্দু মহাজোটকে সাধুবাদ।