গোলাপগঞ্জ প্রতিনিধিঃ আগামীকাল শনিবার আল-জামিয়াতুল ইসলামীয়াহ উলূম দাড়িপাতন গোলাপগঞ্জ মাদ্রাসার ইসলামী মহা সম্মেলন মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি শায়খুল হাদিস মাওলানা হিলালুদ্দীন আহমদের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী খরিলহাটী।
বিশেষ অতিথির ওয়াজ করবেন হযরত মাওলানা হাফিজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী,মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক (কুয়াকাটা), মাওলানা সিরাজুল ইসলাম মীরপুরী।ওয়াজ করবেন মাওলানা আব্দুর রহিম জিহাদি, মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী,মাওলানা ক্বারী আব্দুল মতিন, মাওলানা আব্দুর রহিম কদম রসুলী, মাওলানা আশিক উদ্দিন দাড়িপাতনী, মাওলানা মুফতি মজির উদ্দিন কদমরসুলী, হাফিজ আব্দুন নুর।উক্ত ইসলামী মহা সম্মেলনে সকল তাওহীদি জনতার উপস্থিতি কামনা করেছেন মাদ্রাসার পরিচালনা কমিটি