অর্থনৈতিক প্রতিবেদক: ‘দাতাগোষ্ঠি শব্দগুলো আর শুনতে চাই না। আমরা নিজেরাই নিজেদের উন্নতি করব।’ বলেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ভ্যাট অনলাইন প্রজেক্ট সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এম এ মান্নান আরো বলেন, ‘দেশে মানুষের জীবনমান ও সম্পদ বেড়েছে। দেশ উন্নতির পথে হাঁটছে। অনেক অর্থের প্রয়োজন। তবে চাপ দিয়ে অর্থ আদায় কাম্য নয়। এজন্য সুশাসন প্রয়োজন। দাতাগোষ্ঠি শব্দগুলো আর শুনতে চাই না। আমরা নিজেরাই নিজেদের উন্নতি করতে পারব।’
নতুন ভ্যাট আইন সম্পর্কে তিনি বলেন, ‘রাজস্ব বোর্ডসহ সকলের প্রচেষ্টায় নতুন ভ্যাট সিস্টেম চালু হতে যাচ্ছে। চলতি বছরের জুলাই মাস থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে আমাদের রাজস্ব বহুগুণে বৃদ্ধি পাবে।’
তিনি বলেন, ‘আমাদের দেশে প্রায় সব সরকারি অফিসে সেবায় হয়রানি রয়েছে। এজন্য মানুষও সরকারি সেবা নিতে ভয় পায়, যেমন : ভূমি অফিস। এজন্য পুরনো দিনের আইনি জটিলতা ও ধ্যানধারণা দায়ী। তবে আমরা ইতিবাচক পরিবর্তন চাই। অনেক ক্ষেত্রে তা হচ্ছে।’
সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘নতুন ভ্যাট আইনের মাধ্যমে অনলাইনে ভ্যাট সিস্টেম রাজস্ব বোর্ডের ইতিহাসে ঐতিহাসিক ঘটনা। আমরা এখন প্রস্তুত। এটা একটা জার্নি (যাত্রা)।বহুদূর যেতে হবে। নতুন ভ্যাট আইন ঝামেলা ছাড়া রাজস্ব আদায় বৃদ্ধি করবে।’
উল্লেখ্য, নতুন ভ্যাট আইন-২০১২ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে।
সেমিনারে প্রজেক্ট উপস্থাপন করেন ভ্যাট অনলাইন প্রজেক্ট পরিচালক মো. রেজাউল হাসান। অনলাইন ভ্যাট প্রজেক্টে চলতি বছরের ১ এপ্রিল থেকে ভ্যাট রেজিস্ট্রেশন শুরু ও ১৫ আগস্ট থেকে অনলাইনে পেমেন্ট নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সেমিনারে আরো বক্তব্য রাখেন এনবিআর সদস্য (শুল্কনীতি) মো. ফরিদ উদ্দিন, সদস্য (মূসকনীতি) ব্যরিস্টার জাহাঙ্গীর হোসেন ও এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ প্রমুখ।