আরাফাত আজাদঃ মুজিববর্ষ উদযাপনের প্রধানমন্ত্রীর এক কোটি ক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপ উপজেলায় আওয়ামী লীগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে সারা দেশে এক কোটি চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই কর্মসূচির অংশ হিসেবে, আজ বিকাল ৫ টায় দাকোপ উপজেলা আওয়ামী লীগের উদ্যােগে দলীয় কার্যালয় চত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে এই বৃক্ষরোপন কর্মসূচির উদ্ভোধন করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ আব্দুল কাদের, পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, পৌর আওয়ামী লীগ নেতা শিপন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সহ সভাপতি নিতাই বাছাড়, উপজেলা যুবলীগ নেতা রতন মন্ডল, পৌর যুবলীগ নেতা আরাফাত আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজগার হোসেন বাপ্পী, পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল কাজী, বসির গাজী, গোবিন্দ রায়, সুকান্ত মন্ডল, মাসুম হাওলাদার, স্বপ্নীল মন্ডল, সুদীপ্ত প্রমুখ।