ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দলের নিবন্ধন কার্যক্রম সম্পর্কে অবহিত করে নির্বাচন কমিশনে এনডিএম মহাসচিবের চিঠি প্রদান

admin
November 9, 2017 5:12 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম এর মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ মোঃ তাহের দলের নিবন্ধন কার্যক্রম সম্পর্কে অবহিত করে এবং নিবন্ধন সংক্রান্ত দাপ্তরিক সহযোগীতা চেয়ে নির্বাচন কমিশন সচিব (ভারপ্রাপ্ত) বরাবর একটি চিঠি প্রদান করেছেন।

আজ ৯ নভেম্বর, ২০১৭ ইং তারিখ রোজঃ বৃহস্পতিবার এনডিএম মহাসচিব সাক্ষরিত এই চিঠি নির্বাচন কমিশন সচিব (ভারপ্রাপ্ত) দপ্তরে পৌঁছেদেন এনডিএম এর অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন (সম্মেলন প্রস্তুতি কমিটি) আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন।

চিঠিতে এনডিএম মহাসচিব আশা ব্যক্ত করেন নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী সকল শর্ত পূরণ করে নতুন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধিত হবে একমাত্র এনডিএম। এছাড়াও চিঠিতে দলের তহবিল সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রমের হয়রানি সম্পর্কে নির্বাচন কমিশনকে অবহিত করা হয় এবং দলীয় প্রতীক বাছাই করতে নির্বাচন পরিচালনা বিধিমালার নির্ধারিত প্রতীকের তালিকা চাওয়া হয়।

এছাড়াও দীর্ঘদিন পর রাজনৈতিক দল নিবন্ধনের সুযোগ দেয়ায় ইতোমধ্যে নির্বাচন কমিশনকে এনডিএম এর পক্ষ থেকে দেয়া ধন্যবাদের কথা চিঠিতে উল্লেখ করা হয়।

http://www.anandalokfoundation.com/