ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

‘ত্যাগী নেতাদের মুল্যায়ন করতে হবে’: সাজেদা চৌধুরী

admin
January 26, 2018 12:50 am
Link Copied!

আবু নাসের হুসাইন,সালথা,ফরিদপুরঃ
আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিন। তিনি বৃহস্পতিবার সকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত জেএসসি ও পিএসসি পরীক্ষায় কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। ত্যাগী নেতাদের মুল্যায়ন করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার এবিএম মহিউদ্দিন, উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, নগরকান্দা উপজেলা আওয়ামী লগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সালথা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুকউজ্জামান ফকির মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান চয়ন, মাধ্যমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি মিজান ঢালী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আক্তারুজ্জামান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ, হাবিবুর রহমান লাবলু, খায়রুজ্জামান বাবু প্রমূখ। এ সময় সংসদ উপনেতা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ, প্রজেক্টর, ডিজিটাল হাজিরা মেশিন বিতরন করেন। এর আগে সংসদ উপনেতা সালথা থানার সেবাদান কেন্দ্রের উদ্বোধন করেন।

http://www.anandalokfoundation.com/