ভারতের উদ্যোগে তিস্তা ব্যারাজ প্রকল্পের আওতায় আরও দুটি খাল খননের বিষয়টি আমাদের নজরে এসেছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন।
বৃহস্পতিবার (১৬ মার্চ ) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
সেহেলী সাবরীন জানান, খাল খননের বিষয়টির সত্যতা যাচাইয়ের চেষ্টা করছি। এ বিষয়ে আমাদের পানিসম্পদ মন্ত্রণালয় ও যৌথ নদী কমিশনের আলোচনা চলছে। এটা নিয়ে তাদের (ভারতের) সঙ্গে আলোচনা হবে বলে আশা করছি।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন একমাত্র সমাধান। আমরা রোহিঙ্গাদের দ্রুত ভেরিফিকেশনের জন্য মিয়ানমারকে তাগাদা দিয়ে আসছি। সম্প্রতি মিয়ানমারের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরও করেছে। ভেরিফিকেশনের জন্য ৪৫০ জন রোহিঙ্গার সাক্ষাৎকার নেওয়া হবে বলেও জানান সেহেলী সাবরীন।